• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯

ফুটবল

কোস্টারিকাকে হারাল মেসিহীন আর্জেন্টিনা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৭ মার্চ ২০২৪

ক্রীড়া ডেস্ক: 

কোপা আমেরিকাকে সামনে রেখে কোস্টারিকার বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নেমেছিল লিওনেল মেসিহীন আর্জেন্টিনা। কোস্টারিকার বিপক্ষে প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধেই স্বরূপে আর্জেন্টিনা। দারুণ ফুটবলের প্রদর্শনীতে হারের শঙ্কা উড়িয়ে দিল বিশ্ব চ্যাম্পিয়নরা। ৩-১ গোলের জয়ে কোস্টারিকার বিপক্ষে অজেয় থাকার ধারাবাহিকতাও ধরে রাখলো আলবিসেলেস্তেরা।

বুধবার (২৭ মার্চ) লস অ্যাঞ্জেলসের মেমোরিয়াল কলিজিয়ামে ইউনাইটেড এয়ারলাইন্স ফিল্ডে কোস্টারিকার মুখোমুখি হয় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকেই আক্রমণের পসরা সাজায় আলবিসেলেস্তেরা। ডি মারিয়া-আলভারেজদের একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে কোস্টারিকা। ম্যাচের ২১ মিনিটে অবশ্য দারুণ এক সুযোগ পায় আর্জেন্টিনা। লো সেলসো ও ডি মারিয়ার বোঝাপড়ায় ডি বক্সে ঢুকে শট নেন সেলসো। তবে তা দারুণভাবে ঠেকিয়ে দেন কোস্টারিকার গোলরক্ষক নাভাস।

এরপর গোলের বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিলেন ডি মারিয়া, আলেহান্দ্রো গারনাচো ও জুলিয়ান আলভারেজরা। তবে ম্যাচের ৩৪ মিনিটে আর্জেন্টাইনদের স্তব্ধ করে কোস্টারিকাকে এগিয়ে দেন স্ট্রাইকার মানফ্রেড উগালদে। আলভারো জামোরা বাঁ প্রান্ত দিয়ে বল টেনে আর্জেন্টিনার বক্সের বাইরে থেকে শট নিয়েছিলেন। নিয়মিত গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের জায়গায় অভিষিক্ত ওয়াল্টার বেনিতেজ শটটি সেভ করলেও বল হাতে রাখতে পারেননি। ডান প্রান্ত দিয়ে ভেতরে ঢোকা কোস্টারিকা ফরোয়ার্ড মানফ্রেড উগালদে এই সুযোগে ফিরতি বলে গোল করেন। ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় লিওনেল স্কালোনির শিষ্যরা।

পিছিয়ে পড়া আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে সমতায় ফিরেছে দ্রুতই। ৫২ মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়া ফেরান সমতা। বক্সের ঠিক বাইরে থেকে ফ্রি কিকে চোখ ধাঁধানো গোল করেন ৩৬ বছর বয়সী বেনফিকা উইঙ্গার। চার মিনিট পরেই আর্জেন্টিনাকে লিড এনে দেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, কর্নার থেকে হেডে গোল করে দলে ২-১ ব্যবধানে এগিয়ে দেন লিভারপুলের এই তারকা মিডফিল্ডার। কর্নারে থেকে আসা বল নিকোলাস তাগলিয়াফিকোর হেড গোলবারে লাগলেও ফিরতি শটে লক্ষ্যভেধ করেন ম্যাক অ্যালিস্টার।

ম্যাচের ৭৭ মিনিটে ডান দিক থেকে আক্রমণে গোল পায় তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ডি বক্সের ভেতরে জটলা পাকানো থেকে বল বাড়ান ডি পল, ডান পায়ের জোড়ালো শটে বল জালে জড়ান লাউতারো মার্টিনেজ। বদলি হিসেবে নেমে গোল করেন এই কাতার বিশ্বকাপের দলে থাকা এই আর্জেন্টাইন। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের বড় জয়েই মাঠ ছাড়ে স্কালোনির দল।

/আসিফ

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads